ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোহিঙ্গারা নিজ ভুমিতে ফিরতে চান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২০ জুন ২০১৮ | আপডেট: ১১:০৮, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দুই যুগেরও বেশি সময় ধরে কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থান করছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। এর মধ্যে শুধু গেল বছরই মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে নতুন করে আশ্রয় নিয়েছে সাত লাখেরও বেশী শরণার্থী। তাদের সার্বিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ। নিরাপদ ও সম্মানজনক পরিবেশ পেলে খুব নিজ ভুমিতে ফিরতে চান তারা।

কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের আকার বর্তমানে তিন হাজার একরের বেশি। উখিয়া ও টেকনাফে নতুন-পুরোনো মিলিয়ে অন্তত ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এখানে। সর্বশেষ গত বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংস ঘটনার পর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৭ লাখ।

ক্যাম্পে আশ্রয় নেয়া শরণার্থীরা বলছে তারা নিজ দেশে ফিরতে চান। তবে প্রত্যাবাসনের জন্য নিরাপদ পরিবেশ ও পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিতের আশা তাদের।

অস্থায়ী ঝুপড়ি ঘরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

এদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে কুটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ।

প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর করার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি